গাজীপুরে বাসের ধাক্কায় চারজন নিহত

0

গাজীপুরের বাসন থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানকে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দুই মাছ ব্যবসায়ী এক পথচারী ও ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Share.

Comments are closed.