গাজীপুর সিটি নির্বাচনে শেষ হাসি হাসলেন জায়েদা খাতুন

0

তীব্র লড়াইয়ে শেষ হাসি হাসলেন জায়েদা খাতুন। গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র এই প্রার্থী ১৬ হাজার ১৯৭ ভোটে নৌকার আজমত উল্লা খানকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হলেন। সেইসাথে প্রথম নারী মেয়র পেলো রাজধানীর পাশের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশন। জয়ের পর জায়েদা বলেন, কাজ দিয়ে শোধ করবো ভালোবাসার ঋণ। নগরবাসী বলছেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়েছেন যোগ্য প্রার্থী।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৪টায়। ইভিএমে ভোট হলেও রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ফল ঘোষণা করে রাত দেড়টায়। তীব্র প্রতিদ্বন্দীতার এ নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা পান দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান পান দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। জয়ের খবর পেয়ে সকাল থেকে ফুল হতে সমর্থকরা ছুটে যান জায়েদা খাতুনের বাড়িতে। হাজারো মানুষের ভীড়ে মায়ের পক্ষে কথা বলেন ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। জায়েদার জয়কে জাহাঙ্গীরে বিজয় হিসেবেই মনে করছেন ভক্ত ও সমর্থকরা। তাই তাকে ঘিরেই বেশি উল্লাস তাদের। ভোটাররা বলেছেন সিটি উন্নয়ন ভূমিকা রাখবে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা। এদিকে হেরে গেলেও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে ভুলেননি আজমত উল্লা খান। তবে বিপুল সমর্থনের পরও পরাজয়ের কারণ পর্যালোচনার কথা জানালেন তিনি।

Share.

Comments are closed.