গায়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বার্বাডোজ

0

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাকিম কর্নওয়ালের ঝড়ো ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে কোয়ালিফায়ার ওয়ানে সাকিবের দল গায়ানাকে ৮৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বার্বাডোজ।

আগে ব্যাট করতে নেমে দলীয় ৬৩ রানে দুই উইকেট হারায় বার্বাডোজ। কিন্তু তৃতীয় উইকেটে আজম খানকে নিয়ে ঘুরে দাঁড়ান কর্নওয়াল। ৩৫ বলে ৫২ রান করেন আজম। আর ৫৪ বলে ৯১ রান করার পর রাকিম কর্নওয়ালকে ফেরান সাকিব আল হাসান। ২টি চারের সাথে কর্নওয়াল ছক্কা মেরেছেন ১১টি। তার এই দানবীয় ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৫ রানের বড় পুঁজি পায় বার্বাডোজ। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে গায়ানা। আগের দুই ম্যাচে ঝড়ো ব্যাটিং করা সাকিবও এদিন ফেরেন মাত্র ১ রান করে। অধিনায়ক হেটমায়ার সর্বোচ্চ ৩৭ রান করলেও বাকিরা ব্যর্থ হওয়ায় ১০৮ রানে অলআউট হয় গায়ানা। ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে কর্নওয়াল ১০ রানে নেন ২ উইকেট। এলিমিনেটরে জ্যামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে গায়ানা।

Share.

Comments are closed.