গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

0

কোনো প্রকার গুজবে কর্ণপাত না করে গুজব ছড়ানো ব্যক্তিবর্গকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে লন্ডন থেকে এক টেলিকনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রদত্ত ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দয়া করে কেউ গুজবে কান দেবেন না এবং আইনকে নিজের হাতে তুলে নেবেন না। বরং যারা গুজব ছড়াচ্ছে তাদের পুলিশে সোপর্দ করুন।

প্রধানমন্ত্রী এ সময় মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য দেশবাসীকে নিজেদের বাড়ি-ঘর এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, গুজবের কারণে কোনো নিরাপরাধ মানুষকে মেরে ফেলা গর্হিত কাজ, এটা হত্যাকাণ্ডের শামিল। কেউ যদি অপরাধী হয় তবে তাকে আইনের হাতে তুলে দিন, তদন্তসাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share.

Comments are closed.