গুজরাটের মরবিতে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিটিশ আমলের একটি সেতু ধসে পড়ে। এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪১ জন। এছাড়া প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।
ব্রিজটি যে তারগুলোর ওপর ঝুলন্ত ছিল, সেগুলো ছিঁড়ে যাওয়ার পর ব্রিজে থাকা মানুষজন নদীতে পড়ে যান। তখন ঝুলন্ত ব্রিজে নারী ও শিশুসহ প্রায় ৫০০ লোক ছিল বলে জানা গেছে। আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ১৫০ বছরের পুরনো সেতুতে অনেকেই ‘ছট’ পূজার অনুষ্ঠান করছিলেন। সেতু ভেঙে যাওয়ার পর অনেকে মরিয়াভাবে সেতুর অবশিষ্টাংশ আঁকড়ে ধরার চেষ্টা করে। মাচ্ছু নদীর ওপর সংস্কারের জন্য সেতুটি সাত মাস ধরে বন্ধ ছিল। ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়। গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জার জানান, গত সপ্তাহে ব্রিজটির সংস্কার হয়েছিল। তারা এই ঘটনায় হতবাক।