রাজধানীর গুলশান এলাকা থেকে চার বছর পূর্বে অপহরণ হওয়া এক দিনমজুরের শিশু কন্যাকে উদ্ধার করেছে রেব-৩। একই সঙ্গে রাজধানীর খিলগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে অপহরণতারীকে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন রেব ৩ এর পরিচালক আরিফ মহিউদ্দিন আহমেদ । তিনি জানান, অপহরনকারী আব্দুল্লাহ অর্থের লোভে শিশুটিকে চড়ামূল্যে বিক্রির আশায় অপহরণ করেছিল। কিন্তু আশানুরুপমূল্যে বিক্রি করতে না পারায় তার নিজ বাসায় গৃহপরিচারিকার কাজে ভিকটিমকে নিয়োজিত করে। স্থানীয় এক দালালের কাছে গৃহ পরিচারিকা হিসেবে কাজে লাগানোর জন্য বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রির বায়নাপত্রও করেছিলো অপহরণতারী আব্দুল্লাহ।