গৃহপরিচারিকার শরীর গরম পানিতে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতে তাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। গৃহপরিচারিকা সুমাইয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে। মারধরের পর শরীরে গরম পানি দেওয়ার সময় মেয়েটি দোতলা থেকে লাফিয়ে পড়ে নিজেকে আত্মরক্ষা করেন বলে জানান স্থানীয়রা। পরে পাশের ভবনের কয়েকজন মিলে মেয়েটিকে উদ্ধার করে ৯৯৯ এ কল করলে পুলিশ দগ্ধ ওই গৃহপরিচারিকাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।