গোল উৎসবে ডার্বি ম্যাচ

0

গোল উৎসবে মাতলো ডার্বি ম্যাচ। ফুটবল ভক্তরা পার করলো আরেক নাটকীয়তায় ভরা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। হল্যান্ড-ফোডেনের হ্যাটট্রিকে ম্যানচেষ্টার ইউনাইটেডকে উড়িয়ে দিলো নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে লিড নেয় ম্যানসিটি। এরপর ৩৪ থেকে ৪৪ এই দশ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয় ইউনাইটেড। হল্যান্ডের জোড়া গোলের সঙ্গে স্কোর শিটে আবারো নাম তোলেন ফোডেন। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। বিরতির পর অ্যান্তোনির গোলে ব্যবধান কমায় রেডডেভিলস। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হল্যান্ড। মিনিট আটেকের মাথায় একই পথে হাঁটেন ফোডেন। ততক্ষণে ৬-১ গোলের লিড ম্যানসিটির। শেষ দিকে অ্যান্থনি মার্শিয়াল পরপর দুই গোল করলেও পরাজয় এড়াতে পারেনি ইউনাইটেড। এ নিয়ে টানা তিন ডার্বিতে হারের স্বাদ পেলো দলটি।

Share.

Comments are closed.