গ্রামীন পাড়া মেলার আয়োজন করলো উত্তর সিটি করপোরেশন

0

ইট পাঁথরের যান্ত্রিক শহর রাজধানী ঢাকাতে ক্ষণিকের জন্য হলেও গ্রামীন অনাবিল পরিবেশের ছোঁয়া দেয়ার চেষ্টায় গ্রামীন পাড়া মেলার আয়োজন করলো উত্তর সিটি করপোরেশন। শুক্রবার সকালে গুলশানে আয়োজিত এ মেলায় এসে মুগ্ধ হন দেশি-বিদেশী অতিথিরা।

টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা, গ্রামীন খেলা কিংবা মেলার ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে আধুনিকতার নামে নগর সভ্যতার ইট-পাথরের চাপায়। কিন্তু গ্রামীন সেই ঐতিহ্যকে খুঁজে ফিরে পেতেই গ্রামীন উৎসব পাড়া মেলার আয়োজন ঢাকা উত্তর সিটি করোপোরেশনের। ইট-পাথরের নগরীতে ভিন্ন এই আয়োজনে এসে মুগ্ধ দেশি বিদেশি দর্শনার্থীরা। আধুনিকতার নামে শুধু যান্ত্রিকতা নয়, উন্নত বিশ্বের মতো প্রাণের স্পন্দনও থাকা চায় জীবনে। এমনটাই জানালেন স্থানী সরকার মন্ত্রী এবং ডিএনসিসি মেয়র। বর্ণিল এমন আয়োজন আবেগহীন কংক্রিটের এ শহরে যেন প্রাণ ফিরে পায়, তেন আবেদন ছিলো মেলায় আসা প্রত্যেকের মুখে মুখে।

Share.

Comments are closed.