ঘূর্ণিঝড় সিত্রাং এ নিখোঁজ হওয়া ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় উদ্ধার করা হলো ঘূর্ণিঝড় সিত্রাং এ নিখোঁজ হওয়া ৮ শ্রমিকের মরদেহ।

বৃহস্পতিবার নিখোঁজ থাকা ৩ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এর আগে মঙ্গলব ও বুধবার নিখোঁজ ৫ শ্রমিকদের মরদেহ উদ্ধার করে তারা। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। ওই সময় সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। ড্রেজারে সেই মুহুর্তে নয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে মাত্র একজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন।

Share.

Comments are closed.