চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন

0

চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন বা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে এই ধরনের অস্থিমজ্জা প্রতিস্থাপন এই প্রথম সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়াম হল রুমে এ চিকিৎসা পদ্ধতি নিয়ে সংবাদ সম্মেলন এসব তথ্য জানায় কর্তৃপক্ষ। দেশের বেসরকারি চিকিৎসা খাতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অগ্রণী ভূমিকা পালন করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্পন্ন হওয়া অটোলোগাস ধরনের এ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট রোগী বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ১৯ জানুয়ারি এ ট্রান্সপ্ল্যান্ট করা হয়। সুস্থ হয়ে ওঠায় ১১ দিন পর রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Share.

Comments are closed.