বহুল প্রতিক্ষীত চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজের অগ্রগতি প্রায় ৯৫ শতাংশ। ইলেকট্রোম্যাকানিক্যালসহ বাকি কাজ শেষ হলে দ্বার উন্মোচন হবে টানেলের। আগামী বছরের জানুয়ারি থেকেই কর্ণফুলির তলদেশ দিয়ে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এদিকে শনিবার টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু টানেল আওয়ামী লীগ সরকারের উন্নয়নের আরেকটি নাম। পদ্মা সেতুর পর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আরো একটি পদক্ষেপ এ টানেল। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, অর্থনৈতিক অর্জন সহ ভ্রমনস্বপ্ন বাস্তবায়নের রুপান্তর হবে এ টানেল। সার্বিক ভাবে ৯৮% শতাংশ কাজ শেষ , প্রকল্পের অগ্রগতি ৯৪ শতাংশ। জানুয়ারি শেষ দিকে শেষ হবে দেশের প্রথম এই টানেল নির্মাণের কাজ। ২০১৫ সালের নভেম্বর মাসে টানেল নির্মাণ কাজ শুরু হওয়া প্রকল্পটির পুর্ণ রুপ পাবে ২০২৩সালের জানুয়ারীতে।বঙ্গবন্ধু টানেল একদিকে পর্যটনশিল্পে যেমন অবদান রাখবে তেমনী অর্থনৈতিক উন্নয়নেরও সম্ভাবনা রয়েছে ০.১৬ শতাংশ।