চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চন নগরে সৌদি প্রবাসী নেজামের বিলাস বহুল বাড়ি থেকে অবৈধ ভাবে মজুদকৃত প্রায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি পাকা ভবনের দ্বিতলা বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা। সোমবার সকালে এস. আই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জব্দ করা তেলগুলো টিসিবির পণ্য হিসেবে কন্টেইনারে করে ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে আনা হয়েছে।