চাঁদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

0

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আদিল মাহমুদ সোহান নামের আট বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার পৌর এলাকার রুদ্র গাঁও তালুকদার বাড়ির পাশে পরিত্যক্ত স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আদিল মাহমুদ তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, ১৫ মে মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হন আদিল। পরে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শুক্রবার সকালে একই বাড়ির একজন বৃদ্ধ মহিলা পরিত্যক্ত স্থানে লাশের হাত দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে পুলিশ গিয়ে ওই স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ জানান, নিহত শিশুটির পরিবার থানায় অভিযোগ করেছেন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Share.

Comments are closed.