চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

0

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কোবাদ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন। মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৮ জুলাই পারিবারিক কলহের জের ধরে কোবাদ তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আয়েশা বেগম। মামলায় আদালত ২২ জনের স্বাক্ষ্য গ্রহন করে আদালত। এছাড়াও আসামী কোবাদ আলী ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার কথা স্বীকার করে নেন।

Share.

Comments are closed.