নেশন্স লিগের চার দলের ফাইনাল পর্বের টিকেট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। বেলজিয়ামকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা। এদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে জোড়া গোলে হারালো ডেনমার্ক।
হারলেও লিগের প্রথম স্তরে টিকে গেছে ফরাসিরা। গেলো জুনে ঘরের মাঠে এই ডেনমার্কের কাছে হার দিয়ে আসর শুরু করেছিলো ফ্রান্স। এবার কোপেনহেগেনে প্রতিশোধের মঞ্চে দারুণ শুরু পায় দলটি। পাল্টা আক্রমণে ম্যাচের ৩৪ মিনিটে বল জালে জড়ান ক্যাস্পার ডলবার্গ। প্রথমার্ধের শেষ দিকে ওলসেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে ডেনমার্ক। এদিকে, বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। আমস্টারডামে ম্যাচের ৭৩ মিনিটে একমাত্র গোলটি করেন লিভারপুল তারকা ভার্জিল ভ্যান ডাইক। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের সেরা হয়েছে ডাচরা। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম।