চিকিৎসকদের টেস্ট বাণিজ্য নয় সেবা বাণিজ্যের আহবান জানান ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় তিনি বলেন ব্যবসা নয়, রোগীদের সেবার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা যায়। বৃহস্পতিবার সকালে রাজধানীর মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের ইন্টার্নী চিকিৎসকদের শপথগ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি বেসরকারি হাসপাতালের ইন্টার্ণি চিকিৎসকদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির মেয়র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা ছড়িয়ে দেবার পরামর্শ দেন। করোনার সময় বাণিজ্যিক মার্কেট বন্ধ করে হাসপাতাল করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরো চিকিৎসা সেবার মান বাড়ানোর পাশাপাশি হাসপাতালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন বক্তারা। চিকিৎসাকে ব্যবসা নয় একটি মহৎ সেবা হিসেবে বাস্তবায়ন করে এগিয়ে যাবার আহবান জানান বক্তারা।