চীনের পর সৌদি আরব, তুরস্ক ও মিশরও জি-২০ বৈঠক বয়কট করেছে

0

চীনের পর এবার সৌদি আরব, তুরস্ক ও মিশরও ভারতশাসিত কাশ্মিরে জি-২০ বৈঠক বয়কট করেছে। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এদিকে বৈঠক বয়কট করা দেশগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। একইসঙ্গে এই ঘটনাকে পাকিস্তানের কূটনৈতিক বিজয় বলেও মনে করছেন অনেকে।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো আজাদ কাশ্মিরের বাগে একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কৃতজ্ঞতা জানান। ডয়চে ভেলের প্রতিবেদনে বুধবার এসব তথ্য জানানো হয়। আগামী সেপ্টেম্বর মাসে বিশ্বনেতারা বৈঠকে যোগ দিতে যাবেন ভারতে। কিন্তু তার আগেই তৈরি হলো নতুন বিতর্ক। চীন আগেই জানিয়েছিল কাশ্মিরে আয়োজিত কোনও বৈঠকে তারা অংশ নেবে না। শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধিও সরিয়ে নেয় বেইজিং। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আপত্তি জানিয়েছিল চীন। এরপর একে একে আরও তিনটি দেশ কাশ্মিরের বৈঠকে যোগ দিতে অস্বীকার করে।

Share.

Comments are closed.