চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শি জিনপিং

0

মাও সে তুং-এর রেকর্ড ভেঙে চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শি জিনপিং। আগামী পাঁচ বছর তিনি পুনরায় চীনের সর্বোচ্চ ক্ষমতাশালীর চেয়ারে বসলেন। নির্বাচিত হওয়ার পর জিনপিং গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘চীনকে বিশ্বের প্রয়োজন। চীন বিশ্বকে ছাড়া উন্নতি করতে পারবে না। আবার বিশ্বেরও চীনকে প্রয়োজন।’

শনিবার রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে সিসিপির সম্মেলন শেষে, আগামী পাঁচ বছরের জন্য চীনকে নেতৃত্ব দেওয়ার জন্য শিকে নির্বাচিত করা হয়। এরপর রোববার সিসিপি কেন্দ্রীয় কমিটির ২০তম অধিবেশনে সাত সদস্যের পলিটবুরো স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেন শি, যেখানে তিনি রয়েছেন সাধারণ সম্পাদকের ভূমিকায়। এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করতেন , সংবিধান থেকে এমন নিয়ম বিলুপ্ত করেন শি জিনপিং। এ সংশোধীনই তাকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিয়েছে।

Share.

Comments are closed.