চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত

0

চীনের হেনান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে দুজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে হেনান প্রদেশের আনিয়াং শহরে এ অগ্নিকাণ্ড ঘটে।

আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানির কারখানায় আগুন লাগে। ভয়াবহ ওই আগুন নেভাতে ও হতাহতদের উদ্ধারে কাজ করেন ৬০ জন ফায়ার সার্ভিসকর্মী ও অন্তত ২০০ উদ্ধারকর্মী। স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়। চীনে প্রায়ই শিল্প কারখানায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যূ হয়। ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে মৃত্যূ হয় ১৬৫ জনের, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম। অপর্যাপ্ত স্টোরেজ, অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব ও জরুরি প্রস্থান দরজা তালাবদ্ধ থাকা এসব দুর্ঘটনা ও প্রাণহানির অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

Share.

Comments are closed.