চীন বিশ্বজুড়ে গোপনে অবৈধ পুলিশ স্টেশন বসাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউরোপের দেশগুলোতে চীন ৫০ টিরও বেশি অবৈধ পুলিশ স্টেশন স্থাপন করেছে বলে জানা গেছে, যেগুলোর অস্তিত্ব সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এগুলোর মধ্যে নেদারল্যান্ডসের রটেরডাম ও আমস্টারডামে বসানো হয়েছে দুইটি পুলিশ স্টেশন। ডাচ গণমাধ্যমের প্রমাণ অনুযায়ী, এসব স্টেশন কূটনৈতিক সেবা দেওয়ার কথা বলে আসলেও তারা ইউরোপে চীন ভিন্নমতাবলম্বীদের মুখ বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করে যাচ্ছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাচ সরকারের এই অভিযোগ অস্বীকার করেছে। স্পেনভিত্তিক এনজিও সেফগার্ড ডিফেন্ডারসের একটি প্রতিবেদনে চীনের এই অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি উঠে আসার পর তদন্ত শুরু হয়। সেই তদন্তেই নেদারল্যান্ডসে চীনের এমন পুলিশ স্টেশনের সন্ধান পাওয়া যায়। সেফগার্ড জানিয়েছে, চীনের দুইটি প্রদেশের জননিরাপত্তা ব্যুরো ৫ টি মহাদেশজুড়ে এবং ২১ টি দেশে ৫৪ টি বৈদেশিক পুলিশ সেবা কেন্দ্র খুলেছে।