৬ জন মাদক ব্যবাসায়ী ও মোবাইল চোরচক্রের ২০ জন সদস্যকে গ্রেফতার করেছে রেব-৩। মঙ্গলবার এক সংবাদ সম্মেলন রেব-৩ এর পরিচালক আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা জব্দসহ ০৬ জন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী এবং যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে মোবাইল চোরচক্রের ২০ সদস্যকে গ্রেফতার করেছে রেব-৩।