চ্যাম্পিয়ন্স লিগে মেসি-এমবাপ্পে-নেইমারের ঝলকে ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে শেষ ১৬ এর টিকিট নিশ্চিত করলো ফরাসি ক্লাবটি। মেসি এমবাপ্পের জোড়া গোলের দিনে নেইমার করেন এক গোল।
ম্যাচের প্রথমার্ধ্বেই ম্যাকাবি হাইফার বিপক্ষে চার গোল আদায় করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পে এই ত্রয়ীর আক্রমণে নাজেহাল ছিলো অতিথি ক্লবটি। ম্যাচের ৬৪ মিনিটে আশরাফ হাকিমির অ্যাসিস্টে ব্যবধান বাড়ান এমবাপ্পে। এর তিন মিনিট পর আত্মঘাতি গোলে এগিয়ে যায় পিএসজি। আর বদলি হিসেবে নামা কার্লোস সালের গোলে ৭-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি। এদিকে, পিএসজির জয়ের দিনে ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আরবি লাইপজিগের কাছে হেরেছে ৩-২ গোলে। আরেক ম্যাচে, ম্যানচেস্টার সিটির সঙ্গে গোল শূন্য ড্র করে আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট পেলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।