ছেলের নির্যাতনে আদলতে মামলা করেছেন এক বাবা

0

প্রতিটা বাবা-মা তার সন্তানের জন্য একটি নিদর্শন। তাই সেই বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য অত্যাধিক। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় ভিন্ন চিত্র। তেমনই এক দৃষ্টান্ত সৃষ্টি হলো চট্টগ্রামে। ছেলের নির্যাতনে বাধ্য হয়ে আদলতে মামলা করেছেন এক বাবা। অভিযোগ অস্বীকার করে ছেলে বলছেন, মা বাবার অতিরিক্ত লোভের কারণে এমনটা হচ্ছে।

আবুল মনছুর। উনত্রিশ বছর যাবত মুরগির দোকান চালান চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে। রয়েছেন চার সন্তান। এর মধ্যে বড় ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে তুলেছেন বিভিন্ন অভিযোগ। ছেলেকে বিয়ে করানোর আগে এমন ছিলনা, বিয়ে করানোর পর থেকে বদলে গেছে নাজিম । নিজের কষ্টের উপার্জনের বানানো ঘরেও এখন ছেলের হুমকিতে ঢুুকতে পারছেন না। তাই বাধ্য হয়ে বুধবার চট্টগ্রাম আদালতে ছেলের বিরুদ্ধে করেছেন মামলা। তবে সব অভিযোগ অস্বীকার করেন আবুল মনছুরের ছেলে নাজিম উদ্দিন। পৃথিবীর সবচাইতে মধুর ও মূল্যবান সম্পর্ক পিতাপুত্রের। সে সম্পর্কে মধ্যে এমন অপ্রত্যাশিত বিষয়গুলো কারোই কাম্য নয় বলে মনে করেন সকলে।

Share.

Comments are closed.