চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত বারির ছেলে মোঃ শাহিনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে বড় ভাই ফারুক হোসেনের স্ত্রীকে গালিগালাজ করেন ছোট ভাই শাহিন। এ সময় শাহীনের বাবা তাকে বাধা দেন। এতে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে মাটিতে পড়ে গিয়ে মৃত্যূ হয় মোহাম্মদ বারীর।