জঙ্গি ছিনতাই আর বিএনপির নৈরাজ্য একই সূত্রে গাঁথা

0

জঙ্গি ছিনতাই আর বিএনপির নৈরাজ্য একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি।

কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির আশ্রয়-প্রশয়ে জঙ্গিরা এদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে, এমন প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, পাকিস্তানপন্থী বিএনপিকে এবার একাত্তরের পরাজিত শত্রুদের মতোই আত্মসমর্পণ করাবে দেশের জনগণ। যারা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে নেতৃত্ব দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে এবার সংগ্রাম করার আহবান জানান হাছান মাহমুদ।

Share.

Comments are closed.