জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চার তরুণসহ সাতজনকে দেশের একাধিক স্থান থেকে গ্রেফতার করেছে র ্যাব। দেশের সংবিধান ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্রোধ ও ক্ষোভ জাগিয়ে তুলে তাদেরকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে পরিবার থেকে বিচ্ছিন্ন করে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িতরা। বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র ্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন র ্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গত ২৪ আগষ্ট কুমিল্লার চৌয়ারা মসজিদের পাশের একটি হোটেলের সিসিটিভি ফুটেজের দৃশ্য। যেখানে ফাহিমের জন্য অপেক্ষা করতে দেখা যায় নিলয়সহ চারজনকে। এর দুইদিন পর আরেক ফুটেজে চাদপুরের রেলগেটে নিলয়সহ দেখা যায় তিনজনকে। এসব ফুটেজের সূত্র ধরে এগুতে থাকে র্যাব। এর মধ্যে নিখোঁজের সপ্তাহ খানেক পর বাসায় ফিরে আসে নিলয়। জিজ্ঞাসাবাদে নিলয়ের কাছ থেকেই পাওয়া যায় অনেক তথ্য।
নিলয়ের দেয়া তথ্যের ভিত্তিতেই জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে চার তরুণসহ সাতজনকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে র ্যাব। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ায় যোগ দিতেই বাসা ছাড়েন ওই ৪ তরুণ। র ্যাবের দাবি, দেশের সংবিধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্রোধ ও ক্ষোভ জাগিয়ে তুলে সশস্ত্র হামলার প্রস্তুতিতে উদ্বুদ্ধ করা ছিলো জঙ্গিদের প্রথম কাজ। জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ায় নামে নব্য সংগঠনটিতে ৩০ জনের মতো সদস্য আছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।