জনগণের দুর্ভোগকে আমলেই না নিয়ে এবং নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিদ্যুৎ-জ্বালানীর দাম বৃদ্ধি করে চলেছে সরকার। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ এ অভিযোগ করেন বিএনপি নেতারা। এ সময় যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে আগামী ২৫ জানুয়ারি দেশের সব মহানগর ও জেলায় সমাবেশের ঘোষণা দেয়া হয়।
১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার কোনো নিয়ম-কানুন ও বিদ্যুৎ কমিশনকে তোয়াক্কা না করে দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, বিদেশে টাকা পাচার এবং রিজার্ভ চুরি করা এই দল সম্পূর্ণ অগণতান্ত্রিক দল, তারা দেশে গণতন্ত্র চায় না। সকাল থেকেই মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে থাকের নেতা-কর্মীরা।