জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনিঃ প্রধানমন্ত্রী

0

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন শেষে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি আওয়ামী লীগ কাজ করায় দেশ দুরন্ত গতিতে এগিয়ে চলছে।

উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মাথায় নারায়নগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রো রেল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঢাকার যানজট মুক্ত করার লক্ষ্যে মেট্রোরেল চালু করা। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে। পদ্মা সেতুর উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন নিয়ে তিনি বলেন, নিজস্ব অর্থায়নেএ সেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। সেটিও বাস্তাবায়ন করা হয়েছে। কারণ তার দল জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে না। বর্তমান সরকার কাজের মাধ্যমে জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করে মন জয় করে নিয়েছে, এমন মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্রের ধারাটা বজায় রয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন-অর্জন সম্ভব হচ্ছে।

Share.

Comments are closed.