জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পণ্যের বেশি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও তা মানতে নারাজ ব্যবসায়িরা। যাতায়ত ব্যবস্থা নিয়েও রয়েছে সাধারন মানুষের অভিযোগ।
শহর থেকে একটু দূরে মেলা হওয়ায় রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে নারায়নগঞ্জের পূর্বাচলে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বেশ কিছু বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মেলায় যাওয়ার সময় বাস মিললেও ফেরার সময় সহজে মিলছে না তা। স্টল খুজে পেতে সমস্যা, মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনা কিংবা খাবার বা অন্যান্য নিত্য পণ্যের বেশি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ কম নয়। তবে বিনিয়োগের তুলনায় পণ্যের দাম তেমন কিছু বেশি নয় বলে দাবি ব্যবসায়ীরা। দশর্নার্থীদের দাবি, আন্তর্জাতিক বানিজ্য মেলা হিসেবে এখানে আসা মানুষের ভোগান্তি কমাতে সব ধরণের ব্যবস্থাপনাও হতে ন্যুণতম আন্তর্জাতিক মানের।