জয়পুরহাটের লকমার জমিদার বাড়ি

0

উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন। এর মধ্যে পাঁচবিবির লকমার জমিদার বাড়ি অন্যতম। প্রাচীন স্থাপত্যের নিদর্শনটি এখন ধ্বংসের পথে। যথাযথ রক্ষণাবেক্ষণ করা গেলে বাড়িটি টানবে দেশ-বিদেশের বিপুল পরিমানে পর্যটক।

পাঁচবিবির সীমান্ত ঘেষাঁ জমিদার বাড়িটি অনেকের মতে রাজা লক্ষণসেন নির্মান করেছেন। অনেকের মতে জনৈক চৌধুরী হাদি মামুন এই বাড়ির নির্মাতা। প্রায় ৩শত বছর আগে জমিদার বাড়িটি নির্মান করা হয়। প্রাচীন স্থাপত্যের নিদর্শনটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় তিন একর জমির ওপর নির্মিত তিন তলা এ জমিদার বাড়ির নিচ তলা এরই মধ্যে দেবে গেছে। ২৫ থেকে ৩০টি কক্ষের এ বাড়িতে হাতিশালা, ঘোড়াশালা, কাচারিসহ সবই ছিল। আজ শুধু কালের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে বাড়িটি। সংস্কারের মাধ্যমে দেশি বিদেশের দর্শনার্থীদের কাছে বাড়িটি আকর্ষনীয় করে তোলার দাবি স্থানীদের। স্থানীয় সাংসদ বাড়িটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বলে জানান পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান। লকমা জমিদার বাড়িটির প্রাণ ফিরিয়ে আনতে শিগগিরই সংস্কার করা হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

Share.

Comments are closed.