জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত

0

জয়পুরহাটে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাহুল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত রাহুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার রইচের ছেলে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও নিহতের পরিবার জানায়, চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে এসে পৌছালে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনের নীচে পড়ে যান রাহুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন।

Share.

Comments are closed.