জয়পুরহাটের পারুলিয়া কোয়ালীপুকুর এলাকায় ফসলের মাঠ থেকে বৃহস্পতিবার সকালে রোস্তম আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোস্তম আলী গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পাননি। পরে বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।