জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ

0

গ্লোবাল হাব-এর উদ্বোধনী অনুষ্ঠানে বৃটিশ হাইকমিশনার বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ। তাই জলবায়ু সম্পর্কিত গ্লোবাল হাবে বাংলাদেশের মতো চরম হুমকিতে থাকা দেশগুলোকেই প্রধান ভূমিকা নিতে হবে। আর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, জলবায়ুর ওপর ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্যারিস চুক্তি মানেনি কোন রাষ্ট্র।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো সবচেয়ে হুমকীতে রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার। রোববার গ্লোবাল হাব-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি-মুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্বন নিঃসরণে উন্নত কোন রাষ্ট্র কথা রাখছে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হলেও তাদের জন্য ধনী রাষ্ট্রগুলোর দায়িত্ব খুব বেশি চোখে পড়ছে না। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে এগিয়ে আসার কোন বিকল্প নেই বলে মনে করেন তারা।

Share.

Comments are closed.