জাটকা রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ৬টি ইউনিটের অর্ধশতাধিক পুলিশ অভিযানে যান। এসময় ৪২ জন জেলেসহ এক কোটি মিটার কারেন্ট জাল, ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়া চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের সীলারচর এলাকায় একটি অস্থায়ী মৎস্য আড়ত উচ্ছেদ করা হয়। জাটকা রক্ষায় গত এক মাসে নৌ পুলিশের অভিযানে ৬০০ জেলেকে আটক করা হয়েছে বলে জানান চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার।