জাতিসংঘে আফগান নারী কর্মীদের কাজ করা নিষিদ্ধ করেছে তালিবান গোষ্ঠী

0

জাতিসংঘের আফগান নারী কর্মীদের কাজ করা নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালিবান। এ সংক্রান্ত একটি আদেশও জারি করেছে তালিবান সরকার।

জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে উদ্বেগের কারণে জাতিসংঘ তার কর্মীদেরকে ৪৮ ঘণ্টা স্থানীয় অফিসে আসতে বারণ করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগান সরকারের এই নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য এবং অকল্পনীয় হিসেবে বর্ণনা করেছেন।

Share.

Comments are closed.