জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় পরিচয়পত্র কার্ড সংশোধনের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামুনুর রশীদ নামে উপজেলা ডিজিটাল সেন্টারের এক উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা।
প্রায় ৬ মাস আগে উপজেলা তথ্য সেবা কেন্দ্রে এনআইডি কার্ড সংশোধন করতে গেলে ভুক্তভোগী নারীর সঙ্গে পরিচয় হয় মামুনুর রশীদের। কার্ড সংশোধন করে দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করতে থাকে। অফিসে বসিয়ে রাখে। যখন অফিসে কেউ থাকে না তখন মামুন ওই নারীকে কুপ্রস্তাব প্রস্তাব দেয়। এভাবে তার অফিসে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে মামুনুর রশীদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীকে ভুয়া এনআইডি কার্ড প্রদান করে মামুন। এরপর আবারো শারীরিক সম্পর্ক স্থাপন করতে গেলে ভুক্তভোগী নারী রাজি না হওয়ায় মারধর করে। অপমান সহ্য করতে না পেরে ওই নারী উপজেলা পরিষদের বারান্দায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে অফিসের লোকজন তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মেয়েটির বাবা ১২ অক্টোবর কালাই থানায় মামলা দায়ের করলে পুলিশ ওইদিন রাতেই মামুনুর রশীদকে গ্রেফতার করে।
সিংকঃ এস এম মঈনউদ্দীন, অফিসার ইনচার্জ (ওসি) কালাই থানা, জয়পুরহাট। মামুনুর রশীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এমনই দাবী ভুক্তভোগী নারী ও তার পরিবারের।