জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

0

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।

প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করার জন্য সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন।

প্রধান জামাতে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাইদ খোকন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কূটনীতিক, রাজনীতিকসহ  সর্বস্তরের মানুষ। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। 

Share.

Comments are closed.