জামায়াতে ইসলামীকে ‘যুদ্ধাপরাধী দল’ মন্তব্য করে তাদের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১। এই দাবিতে দ্রুত নির্বাচন কমিশন বরাবর একটি স্মারকলিপিও দেবে সংগঠনটি । রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
নির্বাচন কমিশনে বিডিপিসহ ১১০টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এসব দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে ইসিকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন প্রজন্ম ৭১ সংগঠনের সভাপতি আসিফ মুনীর। ধর্ম কোন রাষ্ট্রের হয় না, ধর্ম হচ্ছে ব্যক্তি বা গোষ্ঠীর জন্য মন্তব্য করে সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীরা রাষ্ট্রকে কখনোই বিশ্বাস করেনি। ধর্ম আমাদের আছে সেটা নিশ্চয়ই পালন করব, তবে যার যার মতো করে। ৭২ এর সংবিধানের ফিরে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা সংবিধানে থাকলেও সেটা এখন বাস্তবে নেই বলে মন্তব্য করেন বক্তারা।