এবার তেমন অতিথি পাখি নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে। কমে গেছে অতিথি পাখির সংখ্যা। তাই দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে এসে কাছ থেকে কাঙ্খিত পাখি দেখতে না পেয়ে হতাশ দর্শনার্থীরা। অপরদিকে, লেকের পানিতে ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। ব্যাহত হচ্ছে অতিথি পাখির বসবাসস্থল।
প্রতি শীতে সুদূর সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এইসব লেকে। তবে, অন্যান্য বছরের চেয়ে এবার অতিথি পাখির সংখ্যা খুবই কম। সারাদিন অপেক্ষার পরও দেখা মিলছেনা অতিথি পাখির। অপরদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে দেখা গেছে খাবারের প্যাকেট, ড্রিংসের বোতলসহ ময়লা আবর্জনা। অতিথি পাখি দেখতে আসা সাধারণ দর্শনার্থীরা পরিবেশ নষ্ট করছে এইসব লেকের। এছাড়াও গাড়ির হর্ণ আর কোলাহল বিনষ্ট করছে অতিথি পাখির আবাসস্থলের। অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা প্রয়োজন। প্রয়োজন কোলাহলমুক্ত পরিবেশ। তবেই ঝাঁকে ঝাঁকে ফিরে আসবে অতিথি পাখি।