জিএসপিসহ অন্যান্য বিষয়ে ডিসেম্বরে টিকফা মিটিংয়ে আলোচনার সিদ্ধান্ত

0

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে জিএসপি সুবিধা, তুলা আমদানি ও মেধাস্বত্ব আইন নিয়ে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বা টিকফা মিটিংয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের চামেলী হলে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অরুণ ভ্যানকাটারাম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, জিএসপিসহ অন্যান্য বিষয়ে ডিসেম্বরে টিকফা মিটিংয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। মেধাস্বত্ব আইন বা আইপিআর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আইপিআর নিয়ে যেসব দরকার ছিল , সেগুলোর সমাধান হয়েছে। তুলা সমস্যার সমাধানেও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, যে সব দেশে তুলা উৎপাদন হয়, সেসব জায়গা দেখতে দু-একদিনের মধ্যে সরকারের একটি টিম যাচ্ছে।

Share.

Comments are closed.