জিয়াউর রহমানের পরিকল্পনাতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিলো

0

খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের পরিকল্পনাতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়ার হাতে তৈরি দল বিএনপিও অবৈধ।

জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মন্ত্রী সভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমানের পরিকল্পনাতেই কারা অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে মন্তব্য করে প্রধান মন্ত্রী বলেন, তিনি ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা হত্যাকারীদের শুধু পুরুস্কৃত করেই ক্ষান্ত হননি, বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে তাদেরকে চাকরি দিয়ে সম্মানিত করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় বলেন, বিএনপি আন্দোলনের নামে বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ১৫ আগস্টের শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বনানী কবরস্থানে।

Share.

Comments are closed.