পাহাড়ে সশস্ত্র ট্রেনিং নিয়ে জিহাদের উদ্দেশ্যে হিজরতকারী ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, অনলাইনে বিভিন্ন কনটেন্ট ও অ্যাপস দ্বারা প্রভাবিত হয়ে হিজরতে অংশ নিয়ে দেশে শরীয়াহভিত্তিক রাষ্ট্র গঠন সশস্ত্র জিহাদের জন্য প্রশিক্ষণ নিচ্ছিল আটককৃতরা।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত ছয় হিজরতকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রোববার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসি প্রধান বলেন, শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠনে জিহাদে উদ্বুদ্ধরা অস্ত্র প্রশিক্ষণ নিয়ে টেকনাফে অবস্থান করছিলেন জঙ্গিবাদ বিস্তারের জন্য। পরে গ্রেফতার ছয়জনকে আদালতে তোলা হলে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।