জুম ধান কাটতে ব্যস্ত সয়ম পার করছেন চাষিরা

0

খাগড়াছড়িতে জুম ধান কাটতে ব্যস্ত সয়ম পার করছেন চাষিরা। পাহাড়ের উঁচুনিচু জমিতে থরে থরে ঝুলছে সোনালি রঙের ধান। দূর থেকে দেখলে মনে হবে এ যেন সবুজের বুকে সোনালি দিনের হাতছানি। জুমের ধান কাটতে রীতিমতো উৎসব বিরাজ করছে পাহাড়ে।

খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মহালছড়ি, দীঘিনালা,পানছড়ি ও রামগড় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবিকার প্রধান উৎস জুমচাষ। নিজেদের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে পরিবারের ব্যয় মিটিয়ে থাকেন। এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয় জুম চাষের প্রক্রিয়া। ৩ থেকে ৪ মাস পরিচর্যার পর সেপ্টেম্বরের শেষে শুরু হয়ে জুমের ধান কাটা। পাহাড়িপল্লিগুলোতেেএখন তাই রীতিমতো এক উৎসব। সোনালী ফসল ঘরে তুলতে সকাল-দুপুর ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

জুম চাষে এবার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ বছর খাগড়াছড়িতে আবাদ করা হয়েছে ১৭শ ৮০ হেক্টর পাহাড়ি জমিতে। আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৯শ ৯২ টন।

Share.

Comments are closed.