ঝিনাইদহে গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী স্বামী ও সতীনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা গ্রেফতার করা হয়। যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী ও সতিন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান।