ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদসহ ৩ শিক্ষার্থীকে হত্যা ও ২ শিক্ষার্থীকে আহত করার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেযন। এসময় বক্তারা অভিযোগ করেন, গত ৭ অক্টোবর রাতে পরিকল্পিতভাবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদসহ তৌহিদ ও সমরেশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তারা।