ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর এলাকার জামতলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠাযনো হয় লাশ। শনিবার বিকেলে বাড়ি থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ।