গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে ২৪ ছিনতাইকারী ও ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হাজির মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে টঙ্গী পূর্ব থানা বিশেষ অভিযানে ১১ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয় ।