টাঙ্গাইল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত

0

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তিন জন নিহত হন। গুরুতর আহত কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিন জনকে মৃৃত ঘোষণা করেন। পুলিশ এবং বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, দুপুরের দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.

Comments are closed.