প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে টানা দুইশো দিন সকাল থেকে সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করে আসছেন নিয়োগবঞ্চিত বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শিক্ষা মন্ত্রনালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাঁধার মুখে পড়েন তারা। পরে শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ পালনের সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এতে আহত হন অনেকে।
গত ৫ জুন থেকে চলমান রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি চলছে। এনটিআরসি’র নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের কোটাবিহীন স্ব-স্ব নীতিমালায় প্যানেলে নিয়োগের দাবিতে একটানা ২’শ দিন কর্মসূচি চলছে। আজ সেই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা মন্ত্রাণালয়ে অভিমুখে পুলিশ বাঁধা দেন। নিয়োগ বঞ্চিত শিক্ষকরা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মন্ত্রনালয়ের দিকে অগ্রসর হলেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেন। প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা আধুনিক সময়োপযোগী একটি শিক্ষক নিয়োগ পদ্ধতিকে জটিল থেকে জটিল করে তুলেছে। একের পর এক গেজেট আর আদেশে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগে জটিলতার মধ্যে রয়েছেন হাজার হাজার নিবন্ধনকারী বলে জানান প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক জি.এম. ইয়াছিন। বৈধ সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখার দাবি তোলেন প্যানেল প্রত্যাশী নিয়োগ বঞ্চিত শিক্ষকরা।